শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বগুড়ার নাজমুল হত্যার আসামী ঢাকায় গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসানকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেল ওরফে শুটার রাসেলকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। গতকাল সোমবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়ায় খুনের ঘটনা ঘটিয়ে ঢাকায় আসে রাসেল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাসেল গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন।

২ জানুয়ারি রাত আটটার দিকে নাজমুল হাসানকে গুলি করা হয়। এরপর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, নাজমুল ও আপেল কয়েকজন সঙ্গীসহ ডাবতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় নাজমুল ও আপেল গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসানের স্ত্রী স্বর্ণালী বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছিলেন। এতে প্রধান আসামি করা হয় মালগ্রাম এলাকার স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেলকে। রাসেলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ছয়টি মামলা রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ