শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বইমেলা শুরু আজ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ (১৫ ফেব্রুয়ারি)। করোনা সংক্রমণের কারণে এ বছর মেলা আপাতত ১৪ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি অডিটোরিয়ামে বইমেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ সব জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সময় বাড়ানো হবে। এ বছর বইমেলায় প্রবেশ করতে হলে দর্শনার্থীসহ সবাইকে বাধ্যতামূলকভাবে করোনা সনদ লাগবে। অন্যদিকে এবার মেলার অভ্যন্তরে খাবার স্টলে খাবার খেতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।

সংস্কৃতি সচিব আরও জানান, মেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির কর্মকর্তা ও প্রকাশক, স্টল ও প্যাভিলিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিক্রয়কর্মীদের ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে। কারও না থাকলে মেলায় মোবাইল কোর্টের কাছে ধরা পড়লে জরিমানা এবং শাস্তির মুখোমুখি হতে হবে।

১৫ ফেব্রুয়ারি মেলার আয়োজন করতে বাংলা একাডেমি কতটুকু প্রস্তুত জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদদিকদের বলেন, আশা করছি, মেলার স্টল-প্যাভিলিয়নের কাজ আগামী ২৪ ঘণ্টাকে ৪৮ ঘণ্টা বানিয়ে শেষ করবেন তারা। আয়োজকরা জানান, নতুন বিন্যাসে সাজানো হয়েছে বইমেলা, যেখানে ছোট এবং বড় স্টলের মাঝে সেতুবন্ধন থাকবে। এবার থাকছে ৫৩৪টি প্রতিষ্ঠান, ৭৭৬টি ইউনিট ও ৩৫টি প্যাভিলিয়ন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ