রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বইমেলায় ভিড় বাড়ছে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

একুশ মানেই মাতৃভাষা বাংলা, একুশ মানেই ভাষা শহীদ। এই চেতনাকে হৃদয়ে লালন করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আজ একযোগে স্মরণ করছে ভাষা শহীদদের। মহান ভাষা শহীদের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার রাজপথ হয়েছিলো রক্তাক্ত। জীবন দিয়েছিলো সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকেই। পৃথিবীর ইতিহাসে এ ঘটনা বিরল হওয়ায় দিনটি পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশে তাই শ্রদ্ধা আর ফুলেল শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছেন হাজার হাজার দর্শনার্থী। শ্রদ্ধা নিবেদন শেষে দেশি-বিদেশি এই সব দর্শনার্থী ভিড় করছেন একুশের চেতনায় উজ্জীবিত অমর একুশে গ্রন্থমেলাতেও।

অমর একুশে গ্রন্থমেলার প্রধান ফটক পাঠক ও ক্রেতাদের উদ্দেশে সকাল ৮ টায় উন্মুক্ত করা হলেও এই সময়টাতে তেমন জনসমাগম হয়নি। কারণ দর্শনার্থীরা এই সময়টাতে শহীদ মিনারে শহীদদের উদ্দেশে ফুল ও শ্রদ্ধা নিবেদন করছেন। তবে প্রভাত ফেরি ও ভাষা শহীদদের শ্রদ্ধা ও ফুল নিবেদন শেষেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন বইমেলার বিভিন্ন স্টলগুলোতে।

মেলায় প্রকাশকরা জানান, একুশের চেতনাকে ঘিরে আজকেও বেশকিছু নতুন বই মেলায় আসার কথা রয়েছে। যারা একুশের ভাষা আন্দোলনকে দেখেনি এই সব বই পড়ে সেই তরুণ প্রজন্ম একুশের চেতনাকে উপলব্ধি করতে পারবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ