শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘ট্রেনের নিচে প্রাণ দিলো’ কলেজছাত্র

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম নূরে আলম সিদ্দিক (১৯)। তিনি টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

নূরে আলমের ভগ্নিপতি ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নূরে আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে রেললাইনের একটি ছবি যুক্ত করে লেখা ছিল, ‌‘অনেক ভেবেছি… মৃত্যু… এর চেয়ে ভালো সমাধান হয়তো আর নেই…।’ তবে, কেন এই স্ট্যাটাস, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

ফরহাদ হোসেন জানান, তিনি স্ত্রী-সন্তান নিয়ে শ্যামলীতে থাকেন। নূরে আলম থাকেন গাজীপুরের টঙ্গীতে। বৃহস্পতিবার বিকেলে নূরে আলম তাদের (বোনের) বাসায় আসছেন বলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে টঙ্গী থেকে রওনা দেন। সন্ধ্যায় বোন জেসমিন নাহারকে (ফরহাদের স্ত্রী) ফোন করে নূরে আলম বলেছিলেন, ঘুরতে বের হয়েছেন। রাতে তার সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছিলেন। তার পর থেকে আর তার সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেননি।

নূরে আলমের গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছীতে। তার বাবার নাম আমিনুল ইসলাম। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছোট।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান নূরে আলম। তার লাশ উদ্ধারের পর আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে নূরে আলম আত্মহত্যা করেছেন না কি এটি দুর্ঘটনা তা স্পষ্ট হওয়া যায়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ