শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফের হাসপাতালে খালেদা জিয়া

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরার এক সপ্তাহের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফের ওই হাসপাতালেই নেয়া হচ্ছে ।

শনিবার বেলা ৪টায় খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রেগুলার চেকআপের জন্য আবার খালেদাকে হাসপাতালে নেয়া হচ্ছে কি না- এমন প্রশ্নে শায়রুল বলেন, এ বিষয়ে চিকিৎসকরা জানাবেন । এর আগে ২৬ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ৭ নভেম্বর সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া ।

তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, আছেন। ওনার সুচিকৎসা হয়নি চার বছর ধরে। তিনি যখন জেলখানায় ছিলেন, তখন সত্যিকার অর্থে কোনো সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়নি। এ অবস্থায় ওনার সুচিকিৎসা অত্যন্ত জরুরি।’

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন বলা হয়, খালেদা জিয়া কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে খালেদাকে হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ