শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফু-ওয়াং ফুডস কিনছে মিনোরি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের মালিকানা কিনে নিচ্ছে মিনোরি বাংলাদেশ। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফু-ওয়াং ফুডসের মালিকানা মিনোরি বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএসইসি’র ৮০৮তম নিয়মিত কমিশন সভায় এ বিষয়টি অনুমোদন দেওয়া হয়। মিনোরি বাংলাদেশ ইতোমধ্যে এমারেল্ড অয়েলের মালিকানা কিনে নিয়েছে। দীর্ঘ চার বছর ধরে বন্ধ থাকা কোম্পানিটিকে উৎপাদনে ফিরিয়ে এনেছে। এসব দিক বিবেচনা করে ফু-ওয়াং ফুডসের মালিকানায় আসতে মিনোরি বাংলাদেশকে সম্মতি দিয়েছে বিএসইসি।

এদিকে মালিকানা হস্তান্তর হওয়ার খবরে ফু-ওয়াং ফুডসের শেয়ার দরে প্রভাব পড়তে শুরু করেছে। গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৩০ পয়সায়। আর ১৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর বেড়ে ২৩ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। অর্থাৎ এই ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে। তবে আজ কিছুটা কমে ২১ টাকা ৮০ পয়সায় নেমেছে।

এদিকে বৃহস্পতিবার ফু-ওয়াং ফুডসের তিন পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে মিনোরি বাংলাদেশসহ সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বিএসইসি। চিঠিতে বিএসইসি জানিয়েছে, ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার মিনোরি বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রস্তাব কমিশন অনুমোদন দিয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ