শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন শুরু হচ্ছে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ে আবার আকস্মিক পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধিসহ সরকারের নির্দেশ মানা হচ্ছে কি না, তাসহ অন্যান্য বিষয়ও পর্যবেক্ষণ করবে এই পরিদর্শক দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, আগামী সপ্তাহ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫৫ কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মসনুরুল আলম বলেন, ৫৫ জন কর্মকর্তা সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট শুরু করবেন। আগে থেকে না জানিয়েই বিদ্যালয়ে হঠাৎ করেই পৌঁছে যাবেন তারা। বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, শিখন ঘাটতি পূরণে রুটিন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, শিক্ষকরা ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত থাকছেন কি না তা পর্যবেক্ষণ করবেন তারা।

করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজেও শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ