রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রবেশপত্র আটকে ৪ লাখ টাকা আদায় অধ্যক্ষের!

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র আটকে ৪ লাখ টাকার বেশি আদায়ের অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জে অবস্থিত হেলাল উদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। রোববার শুরু হওয়া পরীক্ষার প্রবেশপত্র আগের দিন দেওয়া হয়। বিনিময়ে প্রতিজনের কাছ থেকে নেওয়া হয়েছে ১২শ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই পরীক্ষার্থী বলেন, পরীক্ষার ফরম ফিলাপের নিয়মানুযায়ী সব টাকা পরিশোধ করা হলেও আমাদের প্রবেশপত্র আটকে রাখা হয়। পরীক্ষার আগের দিন ওই কলেজ থেকে ১২শ টাকা দিয়ে প্রবেশপত্র আনতে হয়েছে। কিসের টাকা নেওয়া হচ্ছে জানতে চাইলে আমাদের বলা হয় এটা কেন্দ্র ফি। কলেজ অধ্যক্ষ মো. নূরদারাচ এভাবে ৪শ পরীক্ষার্থীর কাছ থেকে ৪ লাখের বেশি টাকা নিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মো. নূরদারাচ বলেন, বিষয়টি পুরোপুরি মিথ্যা। এ ধরনের কোনো ঘটনা আমার কলেজে ঘটেনি।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছি বিষয়টির খোঁজখবর নিতে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ