মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রকৃত খুনি গ্রেপ্তারে ঘুচুক ‘আশ্রিত’ খুনের কলঙ্ক

spot_img
spot_img
spot_img

সম্পাদকীয়

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষনেতা এবং আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ। যিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছেন। গোটা বিশ্বে নানা প্রশ্ন উঠেছে- এই হত্যাকান্ড নিয়ে।

মুহিবুল্লাহরা বাংলাদেশের মেহমান। বিপদে পড়ে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের মমতাময়ী প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়েছেন। গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে এক বাংলাদেশের কালজয়ী মানবতা। যার ধারে-কাছ দিয়েও হাঁটেনি ধনী দেশগুলো।

মোটকথা রোহিঙ্গা আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে, মুহিবুল্লাহকে খুন করে তা ভুলন্ঠিত করতে চাচ্ছে কারা?
এ হত্যাকান্ডের পর এ প্রশ্নও উঠেছে যে, মুহিবুল্লাহ রোহিঙ্গাদের দেশে অর্থাৎ মিয়ানমারে ফিরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছিলো, যোগাযোগ করছিলো বিশ্ব নেতাদের সাথে। সেই মুহিবুল্লাহকে চিরতরে থামিয়ে দিলো কারা? রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় ছাই পড়ছে কার ভাতে? এ প্রশ্ন এখন এড়ানোর সুযোগ কোথায়?
যাই হোক, সরকার মুহিবুল্লাহর খুনি গ্রেপ্তারে সোচ্চার- যা আশা জাগানিয়া সংবাদ। প্রকৃত খুনি গ্রেপ্তারে সরকারের চেষ্টা আরো বেগবান হোক, ধরা পড়ুক খুনিরা।

আর এ দেশে আশ্রয় নেয়া মুহিবুল্লাহরা আর কোন হত্যাকান্ডের শিকার না হোক- তা নিশ্চিত করুক আইনশৃঙ্খলা বাহিনী। গ্রহণযোগ্য খুনি গ্রেপ্তারের মধ্য দিয়ে ঘুচুক ‘মেহমান বা আশ্রয়গ্রহণকারী’ খুনের এই কলঙ্ক।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ