রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুলিশ হেফাজতে ইভ্যালির সিইও অসুস্থ, হাসপাতালে ভর্তি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রিমান্ডে থাকা অবস্থায় থানায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে হাসপাতালে নেয়া হয়েছে।

তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, রাত ১০টা ২৮ মিনিটে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করে।
রাত ১১টা ৫ মিনিটে তাকে মিডফোর্ড হাসপাতালের উদ্দেশে ঢামেক থেকে নিয়ে যাওয়া হয়।
গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র বলেন, রিমান্ডে থাকা রাসেলের শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে বুকে ব্যথা এবং চাপ অনুভব করার বিষয়টি গুলশান থানা কর্তৃপক্ষকে অবহিত করলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, কড়া পুলিশি পাহারায় হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে (মিনি) রেখে রাসেলের চিকিৎসা চলছে। সেখানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও রয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এই মামলা হওয়ার পর বিকেলেই রাসেল ও তার স্ত্রী শামীমাকে আটক করে র‌্যাব।
সেই মামলায় গ্রেপ্তারকৃত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) শুক্রবার দুপুরে ৩দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ