শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর লাশ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
রংপুর মহানগরের কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে রুহি আকতার (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আকাশ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রুহি ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার হরিয়ারঘাট গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পুলিশ বলছে, রুহি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আকাশ মিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে রুহির বাবা আজ দুপুরে একটি মামলা করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অপরাধে ভিকটিম সাপোর্ট সেন্টারে দায়িত্বরত উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ নারী কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় এই রিপোট লেখা পযন্ত জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, আকাশের বাড়ি রংপুরের বাহারকাছনা রাম গোবিন্দমোড় এলাকায়। মোবাইল ফোনে তার সঙ্গে রুহির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার আশ্বাস দিয়ে তাকে রংপুরে আসতে বলেন আকাশ। গত শনিবার (২২ জানুয়ারি) ঝিনাইদহ থেকে রংপুরে আসেন রুহি। এরপর আকাশের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিয়ে বন্ধ পান।রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর হারাগাছ থানা পুলিশ রুহিকে উদ্ধার করে শনিবার রাতে কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। রোববার বিকালে সেন্টারের দোতলা ভবনে আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের। পরে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, রুহির পরিবারের লোকজন খবর পেয়ে ঝিনাইদহ থেকে এসেছেন। তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ