শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুরান ঢাকায় আগুন, দগ্ধ ১

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সদর ঘাট এলাকার ওয়াইজঘাট ভুমি অফিসের প্রবেশ গেটের পাশে একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই কক্ষে অবস্থানকরা হাবিবুর রহমান হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এই অগ্নিকান্ড ঘটে। দগ্ধ হাবিবুর স্পিডবোট চালক। ওই কক্ষে বসবাস করেন তিনি।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে নেন। পরে তারা আগুন নিভান। রান্না করা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার ফাইটারদের।

শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শঙ্কর পাল জানান, হাবিবুরের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধের ভাতিজা আব্দুল কাদের রজ্জব ও আলম হোসেন জানান, হঠাৎ রুমে আগুন লেগে হাবিবুর দগ্ধ হন। কীভাবে আগুন লেগেছে, তা তারা জানাতে পারেননি। দগ্ধ হাবিবুর ঢাকার দোহার জয়পাড়া এলাকার কুরবান আলী হাওলাদারের ছেলে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, ভূমি অফিস ভবনের নিচতলায় একটি কক্ষে আগুন লাগলে ওই ব্যক্তি দগ্ধ হন। ওই কক্ষে দগ্ধ ব্যক্তিসহ কয়েকজন বসবাস করেন। তারা সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করে আসছিলেন। ধারনা করা হচ্ছে, ‘ওই গ্যাস সিলিন্ডারে লিকেজ ছিলো। সেখানে কেউ একজন সিগারেট ধরানোর জন্য দেয়াশলাই ঠুকলে আগুন লেগে গিয়েছিল।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ