রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পাবলিক টয়লেটের অভাবে ভোগান্তিতে লাভ রোডের পথচারীরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশেই মিরপুর ৭ নং ওয়ার্ডে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া সড়ক। স্থানীয়ভাবে লাভ রোড নামে পরিচিত। সরলরেখার প্রায় এক কিলোমিটার এই রাস্তাটির এক পাশ বিভিন্ন প্রতিষ্ঠানের পেছনের অংশের উঁচু দেয়াল দ্বারা আটকানো, অন্য পাশে নিরিবিলি আবাসিক এলাকা। ফলে মিরপুরের বিভিন্ন বয়সী তরুণ-তরুণীদের কাছে আড্ডা দেওয়ার জন্য বেশ জনপ্রিয় এই রাস্তা।

বলা চলে, সারা দিনই লোকজনের আনাগোনায় ব্যস্ত থাকে এই লাভ রোড। তবে এত ব্যস্ত এই রাস্তায় এবং এ রাস্তার আশপাশে নেই কোনও পাবলিক টয়লেট (গণশৌচাগার)। ফলে প্রতিনিয়তই ভোগান্তি প্রহাতে হচ্ছে আগত মানুষকে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে সরেজমিনে লাভ রোড ঘুরে দেখা যায়, ছুটির দিনে রাস্তার দুই পাশে ফুটপাত ধরে সারিবদ্ধভাবে আড্ডা দিচ্ছেন তরুণ-তরুণীরা। রাস্তার এক পাশের পুরোটাজুড়ে গড়ে ওঠা ছোট খাবারের দোকানগুলোতেও ছিল ভিড়। তবে সেই দোকানগুলোতেও নেই কোনও শৌচাগার-সুবিধা। ফলে রাস্তার অন্য পাশে দেয়াল ঘেঁষে প্রাকৃতিক কাজ সারছেন কেউ কেউ।

শুধু ঘুরতে আসা তরুণরাই নন, এই রাস্তায় পার্কিং করে রাখা গণপরিবহনশ্রমিকরাও পাবলিক টয়লেট অভাবে একইভাবে তাদের কর্ম সারছেন। ফলে রাস্তার এই পাশ দিয়ে যাওয়া পথচারীদের মুখে কাপড় গুঁজে পার হতে হচ্ছে। এ রকম বেশ কয়েকটা স্থান মূত্রত্যাগের কারণে নিমজ্জিত হয়ে আছে। তবে সবচেয়ে বিপদে থাকেন তরুণীরা। ছেলেরা কোনোমতে সমস্যা থেকে উত্তরণ পেলেও তরুণীরা নিরুপায়।

পাবলিক টয়েলেট না থাকার ভোগান্তি বিষয়ে কথা হয় বন্ধুদের নিয়ে আড্ডা দিতে আসা শিপলু নামের এক যুবকের সঙ্গে। তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছুক্ষণ আগেই আমার বন্ধুকে নিয়ে টয়লেট করানো নিয়ে সমস্যাই পড়ছি। পরে আমরা তিনজন মিলে ঘেরা দিছি আর ওই দেয়ালের পাশেই প্রসাব করছে।’

লাভ রোডে পাবলিক টয়লেট না থাকা অধিকাংশ মেয়ের জন্য সাজা, এমন মন্তব্য করে সাইমা সাইদ নামে এক তরুণী বলেন, ‘আমরা বন্ধুরা মিট করতে এই রোডে প্রায়ই আসি। একসঙ্গে সবাই মিলে খাওয়াদাওয়া করি, আড্ডা দিই। কখনো কখনো বিকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। এ সময়ের মধ্যে আমাদের কারও টয়লেটে যাওয়ার প্রয়োজন হলেও লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়। অথবা মন না চাইলেও চলে যাওয়ার জন্য তাড়া থাকে। বিষয়গুলো আমাদের মাঝে অস্বস্তি সৃষ্টি করে। বিশেষ করে যখন ছেলে বন্ধুরা সঙ্গে থাকে। এটাকে একধরনের সাজা মনে হয়। এই রোডে পাবলিক টয়লেটটা খুবই দরকার।’

লাভ রোডে সময় কাটাতে আসা তরুণ-তরুণীদের শৌচাগারের অভাবে যেমন কষ্ট পেতে হয়, তেমনি যত্রতত্র মূত্রত্যাগের কারণে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় পথচারীদের।

দুই নম্বর বাসস্ট্যান্ড নেমে এই রাস্তা দিয়ে দুই ছেলেকে নিয়ে হেঁটে বাসায় যান মীরা বেগম। তিনি জানান, সব সময় এখান দিয়ে তিনি বাসায় যান। কিন্তু রাস্তার পাশে প্রস্রাবের গন্ধে তার মাথা ঘোরায়, বমি আসে।

তিনি বলেন, ‘এই রাস্তাটা আমার জন্য বাসায় যাওয়া সহজ। কিন্তু রাস্তার পাশে কয়েকটা জায়গা এমনভাবে প্রস্রাব করে রাখছে যে মনে হয় বালতি দিয়ে পানি ঢেলে রাখছে। গন্ধে মাথা ঘোরায়, বমি আসে। বাধ্য হয়েই এ অবস্থার পরও যেতে হয়। ফুটপাত ছেড়ে নিচ দিয়েও হেঁটে যেতে পারি না কারণ রাস্তায় ছেলে-পেলে জোরে বাইক চালায়।’

লাভ রোডে পাবলিক টয়লেট হওয়াটা দরকার মনে করে স্থানীয় চা-দোকানি শাহাদাত হোসেন বলেন, ‘দৈনিক কম করে প্রায় ৫০০ ছেলে-পেলে হইবো এই রোডে আইসা ঘণ্টাখানে কইরা আড্ডা দেয়। শুক্রবার তো আরও বেশি আসে। এতগুলা মানুষের মধ্যে অনেকেরই তো প্রস্রাবের চাপ আসে। তখন রাস্তার ওই পাশে দেয়ালে গিয়ে কাম সারে। আবার বাস স্টাফরা এই রোডে বাস রাইখা জিরায়। তারাও এখানেই প্রস্রাব করে। এইখানে একটা পাবলিক টয়লেট থাকলে সবারই উপকার হইবো।’

লাভ রোডে পাবলিক টয়লেটে স্থাপনের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা বলেন, ‘আমরা পাবলিক টয়লেট বানানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। স্থানীয় কাউন্সিলরকেও জানিয়ে রেখেছি। উনি জায়গার ব্যবস্থা করে দিলে আমরা টয়েলেট বানিয়ে দেবো।’

পাবলিক টয়লেটের জায়গার বিষয়ে মিরপুর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তফাজ্জল হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘পাবলিক টয়লেটের জায়গার বিষয়ে আমার সঙ্গে কেউ এখনও যোগাযোগ করেনি।’ সূত্র: বাংলা ট্রিবিউন

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ