শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পাবনায় নির্বাচনী সংঘাতে কলেজছাত্র নিহত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। সোমবার ( ১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নাসিম (১৮) দুবলিয়া কলেজের চলতি শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী এবং তারাবাড়িয়া গ্রামের নায়েব আলীর ছেলে।

গুরুতর আহত আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় চরতারাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল আলম টুটুল ও সুজানগর পৌর আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় তারাবাড়িয়া বাজারে নৌকার প্রার্থী রবিউল আলম টুটুল ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের পৃথক প্রচার মিছিল থেকে সংঘর্ষ বেধে যায়। নাসিম বাজারে ‘কেনাকাটা’ করতে এসেছিলেন উল্লেখ করে ওসি বলেন, সংঘর্ষ শুরু হলে ঘটনার ছবি তার মোবাইল ফোনে ধারণ করায় কয়েকজন যুবক নাসিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন ছুরিকাহত হন।

এদিকে নিহত নাসিমের বাবা নায়েব আলী বলেন, “আমার ছেলে রাজনীতির সাথে যুক্ত নয়। বাজারে কেনাকাটা করতে গিয়েছিল। নির্বাচনেও আমার পরিবার কারো পক্ষে ছিল না। বিনা কারণে আমার নিরীহ ছেলেকে হত্যা করা হলো। আমি কার কাছে এর বিচার চাইব?”

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ