মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পাকিস্তানজুড়ে লাগাতার বিক্ষোভের ডাক পিটিআইয়ের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদের আজ শুক্রবার জুমার নামাজের পর থেকে দেশজুড়ে টানা বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই। নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ বিক্ষোভ চলবে।

পাঞ্জাব বার কাউন্সিলসহ অনেক আইনজীবী ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে আদালত বয়কট করেছেন।

পিটিআই নেতা আসাদ উমার শুক্রবার সকালে টুইটে বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে দলের নেতাকর্মীরা বিক্ষোভ করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার মন্ত্রী আনওয়ার জেব খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইমরান খানের ওপর হামলার ‘প্রতিশোধ’ নেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোসহ সরকারি দলের ও বিরোধী দলের শীর্ষ নেতারা হামলার নিন্দা জানিয়েছেন। এ ছাড়া ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ বিশ্বনেতারা এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার আগাম জাতীয় নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফা লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর পায়ে দুটি গুলি লাগে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত কয়েকজন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর পাকিস্তানের লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ইমরান খানের এ লংমার্চ শুরু হয়। সূত্র: ডন, জিওটিভি অনলাইন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ