শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পশ্চিমবঙ্গে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় ছয় সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে কলকাতার অদূরে ব্যান্ডেলের গ্রিন পার্ক আবাসনে তল্লাশি চালায় হুগলি জেলা পুলিশ। সেখান থেকেই ৬ যুবককে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, আকাশ দাস নামে এক ব্যক্তির ফ্ল্যাটে ছিল ওই ছয় বাংলাদেশি। তাঁদের কাছ থেকে নকল ভারতীয় নাগরিকত্বের প্রমাণ মিলেছে।

সূত্রটি আরও জানান, আকাশের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে। মানব পাচারে তার সঙ্গে আরও কেউ জড়িত কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।ফ্ল্যাটের মালিক আকাশকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সবাইকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালত গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তবে গ্রেপ্তারকৃতরা জঙ্গি কি-না বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশের অনুমান, বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারত হয়ে সৌদিতে যেতে চেয়েছিল।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বিদেশে চাকরির প্রলোভনে পা দিয়েই ছয় বাংলাদেশি ভারতে এসে ভুয়া প্রমাণ পত্র তৈরি করে। আকাশ তাদের এই কাজে সাহায্য করে।

আকাশ ছাড়াও এই চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছে তা নিয়েও তদন্ত চলছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ