মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পদ্মা সেতুর নাটবল্টু খোলার পৃথক ঘটনায় একজন গ্রেপ্তার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান বলেন, ২৬ জুন সকালে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। এদিন বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে মাওয়া যান মাহাদি হাসান। বেলা তিনটার দিকে পদ্মা সেতুর নাটবল্টু খোলেন তিনি। ঘটনার ভিডিও চিত্র ধারণ করে সেটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিওতে মাহাদি হাসান দাবি করেন, তিনি হাত দিয়ে পদ্মা সেতুর নাটবল্টু খুলেছেন। কিন্তু পুলিশ বলছে, পদ্মা সেতুর নাটবল্টু খোলার ক্ষেত্রে রেঞ্জ ব্যবহার করেন মাহাদি। পুলিশ সেই রেঞ্জ জব্দ করেছে। ঘটনার পর থেকে মাহাদি ও তাঁর বন্ধুদের খুঁজছিল পুলিশ। মাহাদিকে গ্রেপ্তারের পর তাঁর বন্ধুদের খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, তামিরুল মিল্লাত নামে একটি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন মাহাদি। এরপর রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তি হন। কিন্তু সেখানে পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। মাহাদি ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে মাহাদি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি না, প্রথম আলো তা নিশ্চিত হতে পারেনি। এ ছাড়া অভিযুক্ত মাহাদির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পদ্মা সেতুর নাটবল্টু খোলার ঘটনায় এর আগে বায়েজিদ তালহা (৩১) নামের এক যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁর নামে পদ্মা সেতু (দক্ষিণ) থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গত সোমবার সাত দিনের রিমান্ডে নিয়ে বায়েজিদকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। সূত্র: প্রখম আলো

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ