শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উত্তপ্ত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজনীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার ভোর ৬টা থেকে মুছাপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। যা সন্ধ্যা ৬টায় শেষ হয়।
উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা বাজার ঘিরে ৫ বর্গকিলোমিটার এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করো হয়েছিলো। এমন তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর।

এর আগে শনিবার ১৪৪ ধারা জারী করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, রংমালা বাজার এলাকার ৫ বর্গকিলোমিটারে সভা, সমাবেশ, মিছিলসহ সব অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে রংমালা বাজার এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল ৫টার দিকে বসুরহাট পৌরসভার হলরুম থেকে রোববার সকাল ১০টায় রংমালা বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।

এ দিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগ একাংশের নেতা মাহবুবুর রশীদ মঞ্জু ফেসবুক লাইভে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে একই বাজারের রংমালা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ ডাকেন। মাহবুবুর রশীদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে। ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ