বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সমুদ্রে যেতে প্রস্তুত জেলেরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা। রাত ১২টার পর থেকেই গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে হাজার হাজার মাছধরা ট্রলার। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়খালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর থেকে মা ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এসময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো। ইলিশের এ অবরোধ সফল করতে জেলা মৎস্য বিভাগ, নৌ-বাহিনী, থানা পুলিশ ও নৌ-পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবার বেশিরভাগ জেলেরাই সাগরে মাছ শিকার থেকে বিরত ছিলেন বলেও জানিয়েছে তারা।

ট্রলারে জাল তুলতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর জেলেরা

রাঙ্গাবালী ছোটবাইজদা ইউনিয়নের জেলে হাসান মিয়াজী বলেন, ‘সরকার নিষেধাজ্ঞা জারির পর আমরা কেউই নদী কিংবা সাগরে ইলিশ শিকারে যাইনি। আশা করছি এবার প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে। আমরা মহাজনদের দাদনসহ ধারদেনা মেটাতে পারবো।’

মহিপুরের জেলে ছলেমদ্দিন মিয়া বলেন, ‘দীর্ঘদিনের জড়তার অবসান ঘটিয়ে আজ আমরা আবার কর্মব্যস্ত হয়ে পড়েছি। তবে সরকার আমাদের যে প্রনোদনার চাল নির্ধারন করেছে তা এখনো পাইনি। এতোদিন পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়েছে। তবে কাঙ্খিত ইলিশ ধরা পড়লে আমাদের সব দুঃখ কষ্ট ঘুচে যাবে।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাং-এর কাররেণ আমরা সব জেলেদের কাছ চাল পৌঁছে দিতে পারিনি। তবে আশা করছি দুই একদিনের মধ্যে নিবন্ধিত সবাই চাল পাবেন।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ