মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নির্বাচনী সহিংসতাকে ব্যর্থতা হিসেবে মানলেন বিদায়ী সিইসি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ভোটে সহিংসতাকেই ব্যর্থতা মানলেন বিদায়ী সিইসি দায়িত্ব পালন করতে যেয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে, নির্বাচনে কোথাও কোথাও সহিংসতাও হয়েছে, এটা ব্যর্থতা বলে স্বীকার করেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, “শতভাগ সাফল্য কেউ পায় না, আমরাও শতভাগ সফল হতে পারেন নি, আস্থা অর্জন করতে পারেননি কোনও কোনো রাজনৈতিক দলের”। বিদায়ী এই সংবাদ ব্রিফিং-এ তার সাথে ছিলেন আরো দুই কমিশনার, আর একজন কমিশনার অসুস্থ্ থাকায় তিনি আসতে পারেননি।

তবে কমিশনার মাহবুব তালুকদার এই সংবাদ সম্মেলনে থাকবেন না বলে আগেই জানিয়ে দেন। ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার তাদের ৫ বছর মেয়াদ কালে নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন মোট ৬ হাজার ৬৯০ টি নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন, আইন প্রনয়ন ভোটারতালিকা হালনাগাদ, স্মার্ট কার্ড বিতরণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে এই কমিশন। তবে সব সন্দেহ দূর করে ৭১ শতাংশ ইউপি নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয় বলেও জানান সিইসি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বে ৫ সদস্যে কমিশন দায়িত্ব গ্রহণ করে। মেয়াদ শেষে আজ বিদায় নিচ্ছেন এই কমিশনের সদস্যরা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ