শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিজের ছেলেকে হাত-পা চোখ বেঁধে ফেলে গেলেন বাবা

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সালথায় নিজের শিশুসন্তানকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ( ১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসিফ (৭) নামে ওই শিশুকে অসুস্থ অবস্থায় পান একই উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তেলি সালথা গ্রামের লোকমান মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর। তিনি আসিফকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
খোঁজ নিয়ে জানা যায়, ছয় মাস আগে ক্যান্সারে আসিফের মা মারা গেছেন। এরপর বাবা আরেকটি বিয়ে করেছেন। তখন থেকেই আসিফের কষ্টের শুরু। সৎমায়ের মারধরসহ নানা ধরনের নির্যাতন সইতে হয় তাকে। সৎমা চায় আসিফকে বাড়িছাড়া করতে হবে। তার চাপে জন্মদাতা বাবাও তাকে হাত-পা, চোখ-মুখ বেঁধে ঢাকা থেকে ফরিদপুরের সালথায় রাতে ফেলে রেখে যান। আসিফ জানায়, তার বাবার নাম রেজাউল। রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের বালু মাঠ মন্দিরের পাশে থাকত তারা। নানা বাড়ি রংপুর। মা আসমা বেগম ছয় মাস আগে ফুসফুস ক্যান্সারে মারা গেছেন। এরপর বাবা আবার বিয়ে করেছেন। সৎমায়ের কথা শুনে বাবা তাকে ফেলে গেছেন।
শিশুটিকে উদ্ধারকারী সুমন মাতুব্বর বলেন, যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসিফকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তার বিস্তারিত কথা শুনে বাড়িতে নিয়ে আসি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সুস্থ করে তোলার চেষ্টা করি। শুক্রবার সালথা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর ওসির কাছে একটি লিখিত আবেদনের মাধ্যমে আসিফকে হস্তান্তর করা হয়। তিনি আসিফের পুরো দায়িত্ব নিয়েছেন।
সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, আপাতত শিশুটি পুলিশ হেফাজতে থাকবে। তাকে সহায়তার পাশাপাশি তার অভিভাবকদের খোঁজখবর নেওয়া হবে।
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ