শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিঁখোজের ৫ দিন পর ডোবায় মেললো শিশু ইয়ামিনের লাশ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় পরিত্যক্ত ডোবা থেকে ইয়ামিন মিয়া (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের এক ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। গত ২৮ নভেম্বর থেকে ওই শিশু নিখোঁজ ছিল। ইয়ামিন মিয়া উত্তর বাখরনগর গ্রামের জামাল মিয়ার ছেলে। জামাল মিয়া প্রবাসে থাকায় শিশুটির মা শামসুন্নাহার বেগম লালন-পালন করছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, ২৮ নভেম্বর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর গ্রাম থেকে নিখোঁজ হয় শিশুটি। এর পরদিন থেকেই ফোনে এবং বিভিন্ন সময়ে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল দুর্বৃত্তরা। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে মুক্তিপণের এ রকম ম্যাসেজ পেয়ে তার পরিবার রায়পুরা থানা পুলিশের শরণাপন্ন হয় এবং গত ১ ডিসেম্বর থানায় অভিযোগ করে।

এরপর থেকে পুলিশ কাজ শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। সবশেষ শুক্রবার সকালে বাখনগর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির পেছনে এক ডোবা থেকে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আতাউর রহমান গণমাধ্যমকে জানান, দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল দুর্বৃত্তরা। নিখোঁজ ওই শিশুর মা বাদী হয়ে রায়পুরা থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে কারো নাম উল্লেখ না করলেও তিনি তিনজন ব্যক্তিকে সন্দেহ করেন বলে আমাদের জানিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি শিশুটিকে জীবিত উদ্ধার করতে।

তবে আজ সকালেই তার মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য মর্গের পাঠিয়েছি। এ ঘটনার সাথে যারা জড়িত আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ