মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নারী বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়। চলমান নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার। ৪৪ রানে আউট হন শারমিন। এরপর অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন ফারজানা হক। নিগার ৪৬ রানে ফিরলেও ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরির দেখা পান ফারজানা।

ইনিংস সর্বোচ্চ ৭১ রান আসে এ ব্যাটারের উইলো থেকে। জবাব দিতে নেমে নাহিদা খান-সিদরা আমিনের ৯১ রানের উদ্বোধনী জুটিতে শুভ সূচনা পায় পাকিস্তান। প্রথম পাকিস্তানি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পান সিদরা। কিন্তু ফাহিমা রুমানাদের বোলিং তোপে ১৮৩ থেকে ১৮৮ এই পাঁচ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বিসমাহ মারুফের দল। বিশ্বকাপের সূচি প্রকাশের পর থেকেই বাংলাদেশের আসল সুযোগ হিসেবে ধরা হচ্ছিল ১৪ মার্চের ম্যাচটিকে। যেখানে প্রতিপক্ষ ছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। সেই সুযোগটি সত্যিই কাজে লাগালো টাইগ্রেসরা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ