শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নারী ইউপি সদস্যের ওপর পরাজিত প্রার্থীর হামলা

spot_img
spot_img
spot_img

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ডে বিপুল ভোটে বিজয়ী প্রার্থীর উপর হামলা করেছে পরাজিত প্রার্থী। আজ শুক্রবার ভোরে যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বয়ড়া ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে হেলিকপ্টার প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন হাবেজা বেগম। একই এলাকার কলম প্রতীকের প্রার্থী নার্গিস আক্তার অনেক বেশি ভোটে পরাজিত হন।

এরই জের ধরে জয়ী প্রার্থী হাবেজা যখন আজ শুক্রবার তার নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন তখন পরাজিত প্রার্থী নার্গিস আক্তার তার লোকজন নিয়ে দেশিয় অস্ত্রসহ হাবেজার ওপর হামলা করে। হামলায় আহত নারী ইউপি সদস্যকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বিজয়ী নারী ইউপি সদস্যের স্বামী রতন প্রামানিক বলেন, ‘আমার স্ত্রী বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিল। এমন সময়য় পেছন থেকে পরাজিত প্রার্থী নার্গিস আক্তার ও তার স্বামী রউফ মোল্লাসহ কয়েকজন দেশির অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আমার স্ত্রীর কান কেটে যায়। আমরা হরিরামপুর হাসপাতালে আছি, কানে সাতটি সেলাই দেওয়া হয়েছে।’ এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, পরাজিত প্রার্থী নার্গিস আক্তার বলেন, ‘জয়ী প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে কটুক্তি করে, আমার দিকে মারতে আসলে তাকে আমি ধাক্কা দেই। পড়ে গিয়ে তার কান কেটে গেছে। আমি লজ্জিত।’

এদিকে, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ