মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নারায়ণগঞ্জ পুলিশ-বিএনপির সংঘর্ষে যুবদল কর্মী নিহত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শাওন নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছে। তবে তিনি কার গুলিতে নিহত হয়েছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘হাসপাতালে আনার আগেই শাওন মারা যান’।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এ সময় সাংবাদিক-পুলিশ ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন। এ প্রতিবেদন (সকাল ১১টা ৪০ মিনিট) লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার দাবি করেছেন, ‘পুলিশের গুলিতেই যুবদলের ওই কর্মী নিহত হয়েছেন’।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ