মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নারায়ণগঞ্জে প্রতি ভোটকেন্দ্রে এক প্লাটুন বিজিবি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

‘নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এটি হবে মডেল নির্বাচন।’
শনিবার বেলা ১১টার সাংবাদিকদের একথা বলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম। তিনি বলেন, নারায়ণগঞ্জে প্রতিটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাই নিবিঘ্নে ভোট দিতে পারবেন। তিনি প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, কোন বহিরাগতকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। ভোট কেন্দ্র বা পাড়া মহল্লায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এনআইডি ছাড়া কেউকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরো বলেন, ইতোমধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার চলে গেছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চলবে এই নির্বাচন। একেকটি কেন্দ্রে ৫-৬ জন পুলিশের নেতৃত্বে ১৫-২০ জন আনসার কাজ করবেন। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বিজিবি কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে তিনটি আর্মড পুলিশের মোবাইল কোর্ট, র‍্যাবের মোবাইল কোর্ট, স্ট্রাইকিং ফোর্স ও এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ