শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নাম ‘পুতিন’ রাখা যাবে না!

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আবারও সদ্য রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে তার দল। বিশ্বের কোন প্রভাবশালী প্রেসিডেন্ট বা ব্যাক্তির নামে নাম রাখার ক্ষেত্রে বিধিনিষেধ না থাকলেও এই নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ায়। বিভিন্ন গুনি, বিখ্যাত ব্যক্তিদের নামে মানুষ নিজ সন্তানের নাম শখ করে রেখে থাকেন। কিন্তু রাশিয়ায় শুধু একটি নাম বাদ দিয়ে সন্তানের নাম রাখতে হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে নাম রাখতে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

অবিশ্বাস্য হলেও ইউরোপের দেশ সুইডেন এই কাণ্ড ঘটিয়েছে। যদিও জনপ্রিয় অন্য কোনো বিশ্বনেতা কিংবা তারকার নামে সন্তানের নাম রাখায় দেশটিতে কোনো বিধিনিষেধ নেই।

সুইডেনের এক দম্পতি সম্প্রতি তাদের নবজাতকের নাম ‘ভ্লাদিমির পুতিন’ রাখতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ সে আবেদন নাকচ করে দিয়েছে। সুইডেনের দক্ষিণাঞ্চলে ওই দম্পতির বসবাস। তাদের আবেদন শুধু নাকচই করেনি কর্তৃপক্ষ, একই সঙ্গে সন্তানের নাম ‘ভ্লাদিমির পুতিন’ রাখার ব্যাপারে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির কর কর্তৃপক্ষ।

ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির নেতা। বিশ্বজুড়ে প্রভাবশালী নেতাদের অন্যতম হলেও নিজ দেশে বিরোধী মত দমনে চরম কঠোর অবস্থানের কারণে তিনি সমালোচিতও। ১৯৯৯ সাল থেকে পুতিন পালাক্রমে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ