শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নটরডেমের শিক্ষার্থী নিহত: বিচারের দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

আজ সকাল ১১টার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি শাপলা চত্ত্বরে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। পরে শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থল গুলিস্তানের দিকে রওয়ানা দেন।

এসময় তাদেরকে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় নিহত হন নাঈম হাসান।

ওই ঘটনায় ডিএসসিসির ওই গাড়ির চালককে আটক এবং গাড়িটিকে জব্দ করা হয়েছে বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গতকাল বলেন, ‘ব্যাগে থাকা জাতীয় জন্মনিবন্ধন সনদ দেখে নিহতের নাম জানা যায় নাঈম হাসান। তার পিতা মো. শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ