শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আজ থেকে মিলবে করোনার ক্যাপসুল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
করোনা চিকিৎসায় নতুন ওষুধ ‘মোলনুপিরাভির’ দেশের বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘মোলভির’ ক্যাপসুলের মোড়ক উন্মোচন করা হয়।

আজ শনিবার থেকে মুখে খাওয়ার এ ওষুধ বাজারে মিলবে বলে জানিয়েছে স্কয়ার।

রাজধানীর মহাখালীতে বে টাওয়ারে মোলভির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক এরিক এস চৌধুরী, জেনারেল ম্যানেজার (মার্কেটিং ডিভিশন) মো. আতিকুজ্জামান, কামরুল আলম (ডিরেক্টর মার্কেটিং ডিভিশন), মাহমুদুর রহমান ভূঁইয়া (জেনারেল ম্যানেজার সেলস)।

মোলভির বিভিন্ন দিক তুলে ধরে আতিকুজ্জামান বলেন, এ ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যাবে না। ১৮ বছরের নিচে কেউ এ ওষুধ খেতে পারবে না। অন্তঃসত্ত্বা নারী এ ওষুধ খেতে পারবেন না। তিনি আরও বলেন, করোনায় যারা পজিটিভ, তারা এ ওষুধ খেতে পারবেন। উপসর্গ দেখার পাঁচ দিনের মধ্যে মোলভির খেতে হবে। এতে শতভাগ কার্যকারিতা মিলবে। সকালে চারটি ও রাতে চারটি করে ওষুধ খেতে হবে। প্রতি পিস ওষুধের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ২ হাজার টাকার প্যাকেজ। এ দাম মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে।

আতিকুজ্জামান বলেন, এ ওষুধ বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের। মুখে খাওয়ার এ ওষুধ রোগীদের হাসপাতালে ভর্তি কমিয়ে আনবে বলে জানা তিনি।

এর আগে ৪ নভেম্বর মোলনুপিরাভির রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্যভিত্তিক ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউকেএমএইচআরএ। ৮ নভেম্বর স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে মোলনুপিরাভির উৎপাদন ও বাজারজাত করার অনুমোদন দেয়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ ও বেক্সিমকোও বাজারজাতের অনুমোদন পেয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ