বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দূতাবাস কর্মীদের ইউক্রেন ছাড়ার নির্দেশ মার্কিন সরকারের

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তার ইউক্রেন দূতাবাস কর্মীদের স্বজনদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। জরুরি নয় এমন কর্মীদেরও ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছে পররাষ্ট্র দপ্তর। দেশটিতে থাকা মার্কিন নাগরিকদেরও প্রস্থান করার কথা ভেবে দেখার আহ্বান জানানো হয়েছে।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। যদিও রাশিয়া সম্প্রতি সীমান্তে সেনা সমাবেশ করলেও ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

এসব বিষয় বিবেচনা করেই মার্কিন পররাষ্ট্র দপ্তর চলমান উত্তেজনা এবং ‘মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য হয়রানির’ আশঙ্কায় ইউক্রেন এবং রাশিয়ায় না যাওয়ার জন্যও জনগণকে সতর্ক করেছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ