শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দিনাজপুরে রেকর্ড বৃষ্টিপাত

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন এখানকার আলুচাষিরা। দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, শুক্রবার ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। দিনাজপুরে সকাল ৬টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৭ দশমিক ২ মিলিমিটার। শুক্রবার ভোর থেকেই দিনাজপুরে অঝোরে বৃষ্টি পড়ছে। আলুর ক্ষেতে পানি জমে যাওয়ায়, পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার কৃষক মোশারফ হোসেন বলেন, আমি এবার ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি। রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে সব আলু পঁচে যাবে। আমার এবার পথে বসে যাওয়া ছাড়া উপায় নেই। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হবে। বিশেষ করে আলু ক্ষেতগুলোতে পানি জমে পঁচে যাওয়ার আশংকা রয়েছে। এই সমস্যা উত্তেরনে কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
বৃষ্টির কারণে দিনাজপুরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে। তবে নিম্ন আয়ের মানুষ কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। ভাড়া না পেয়ে দাঁড়িয়ে আছেন অটোরিকশা-ভ্যানচালকরা। অটোরিকশা চালক মোসাদ্দেক আলী বলেন, সকাল থেকে রিকশা নিয়ে দাঁড়িয়ে আছি। মানুষজনের চলাচল নেই। অন্যদিন সকালে ১০০ টাকার মতো আয় হলেও, আজ যাত্রীদের দেখা নেই। শহরের ষষ্টিতলা মোড়ে দিন-মজুরের হাটে বসে থাকা দাস বলেন, সকাল থেকে বসে আছি। আজ মনে হয় কপালে কাজ জুটবে না। বাড়িতে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই।
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ