শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ত্রিপুরায় বাংলাদেশিকে হত্যা

spot_img
spot_img
spot_img

অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গরু চোর সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজ্যের সিপাহীজলা জেলার একটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন তিন গরু চোরাকারবারি ত্রিপুরায় ঢোকেন। পরে তারা সিপাহীজলা জেলার সোনামুরার কমলনগর গ্রামের বাসিন্দা লিটন পালের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন। প্রতিবেশিদের সহযোগিতায় বাড়ির মালিক তাদের একজনকে আটক করেন। বাকি দু’জন পালিয়ে যান।

পুলিশ বলছে, উত্তেজিত জনতার পিটুনিতে ওই ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালের দিকে নিহত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা পেয়েছে পুলিশ।

এদিকে, ত্রিপুরার এক তদন্ত কর্মকর্তা বলেছেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী নিহত ব্যক্তির বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার জামনগরে। তার সঙ্গে আরও দু’জন ছিলেন। তারাও কুমিল্লার বাসিন্দা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ