শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

তিস্তার পানি বৃদ্ধি: খুলে দেওয়া হয়েছে সব গেট

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে দেশের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, ভারী বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারেজে পানি বিপদসীমা অতিক্রম করায় উজানের ঢল বেড়ে যায়। ফলে তিস্তা ব্যারাজের পানির প্রবাহ বেড়েছে। যদিও তিস্তা নদীর পানি এখন বিপদসীমার ৬০ সে. মি. নিচে রয়েছেন। তবে নিম্নাঞ্চলগুলোতে এখনো পানি ঢুকতে শুরু করেনি।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া’র নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, তিস্তা নদীর পানির প্রবাহ কিছুটা বেড়েছে। প্রতি বছর জুন মাসে একটি বন্যা দেখা দেয়। তাই তিস্তাপাড়ের মানুষকে সতর্ক থাকার পাশাপাশি আমরাও প্রস্তুত আছি। কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পানি কিছুটা বেড়েছে। তাই তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে রাখা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ