মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

তালিকাভুক্ত সন্ত্রাসী ‘ভাগ্নে তুষার’ র‍্যাবের জালে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে তুষার গ্রুপের প্রধান মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তুষার খিলগাঁও এবং রামপুরা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী, যাকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিলো র‍্যাব।

র‍্যাব-৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট ফাতিন সাদাব অরণ্য জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ঢাকা মহানগরীর ভাটারা থানা এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল বুধবার রাজধানীর ভাটারার খিলবাড়ীরটেক এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম খান তুষারকে (৩১) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই সন্ত্রাসী র‍্যাবের কাছে স্বীকার করেছেন, তিনি রাজধানীর খিলগাঁও, রামপুরা এবং ভাটারা এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজী, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে খিলগাঁও-রামপুরা থানায় চারটি হত্যা মামলা, চারটি অস্ত্র ও মাদক মামলা, একটি ডাকাতির মামলাসহ মোট নয়টি মামলা চলমান রয়েছে।

অস্ত্র-গুলিসহআজ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা করেছে র‌্যাব।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ