বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

তাবলিগ সদস্যদের সর্বস্ব লুট

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ সদস্যদের সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ তাবলিগ জামাতে আগত সদস্যরা জানান, শুক্রবার তাদের মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ১৫ জন সদস্য ওঠেন। ওই দিন সকাল থেকে তারা ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন। এরপর তাদের রীতি অনুযাযী কাজ শুরু করেন। রাতে খাবার সময় তাবলিগ জামাতে আগত সদস্যদের সঙ্গে অন্য দুজন অপরিচিত মানুষ ওই মসজিদে তাদের সঙ্গে ছিলেন।

পরে ফজরের সময় তারা ২ দুজন ঘুম থেকে উঠলেও সঙ্গে থাকা বয়স্ক ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেননি। পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। তবে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রকম ঘটনা পটুয়াখালীতে এই প্রথম বলে জানান তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
তারা ঢাকা কাকরাইল জামে মসজিদ থেকে গত পরশু দিন পটুয়াখালী কলাতলা জামা মসজিদে আসেন। এদের ঠিকানা ঢাকার বিভিন্ন এলাকায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত বলা যাবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ