বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

তদন্ত তদন্ত খেলায় একদশক, বিচার হবে কবে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
তদন্ত তদন্ত খেলায় কেটে গেলো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার একদশক। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি খুন হওয়ার পর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নানান তালবাহানায় এ মামলার তদন্তকাজ এখন প্রশ্নবিদ্ধ। আদৌ কী খুনিরা ধরা পড়বে, তাদের কী বিচার হবে- না নিয়ে তৈরি হয়েছে সংশয়, ধোঁয়াশা।
বিচারকাজ সম্পন্ন হওয়াতো দূরের কথা, তদন্ত প্রতিবেদন জমা দিতেই ৮৫ বার সময় নিয়েছে এই মামলার তদন্তভারপ্রাপ্ত সংস্থা র‌্যাব। আদালতও সময় দিয়েছেন। সর্বশেষ আগামী ২৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য করেছে আদালত। আর সাগর-রুনির একমাত্র সন্তান মেঘ এবং তাদের স্বজনরা এখনও বিচারপ্রার্থী- এই হচ্ছে এ ঘটনার এক দশকের বিচারিক অগ্রগতি।

অন্যদিকে প্রতিবছরের মতো এবারও সাগর-রুনির খুন হওয়ার দিন ১১ ফেব্রুয়ারি ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। প্রতিবছরের মতো এদিন রাতের টকশো উত্তপ্ত হয়ে উঠবে এ বিষয়টি নিয়ে। মন্ত্রীদের কেউ কেউ এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষ আবারও আশ্বাস দিয়েই দায় সারবেন এই ১১ ফেব্রুয়ারিতেও।

আদালত সূত্র জানায়, এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৮৫ বার সময় দিয়েছে। সর্বশেষ ২৪ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ