শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্স তিন বছর করার উদ্যােগ বন্ধের দাবী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে কমিয়ে আনার যে উদ্যোগ শিক্ষা মন্ত্রনালয় নিয়েছে, তা আক্তঘাতি সিদ্ধান্ত বলে মনে করছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ।

আজ রোববার (৫ সেপ্টেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যে এ দাবী জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, ‘প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও গত ৮-৯ বছরেও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট শতকরা ৫০ শতাংশ পদোন্নতি, জনকল্যাণকর অগ্রানোগ্রাম প্রণয়ন করা হয়নি। প্রকাশ করা হয়নি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংগীত ও বিভিন্ন ধারা উপধারা সংশোধন পুর্বক গেজেট।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান, সংগঠনের নেতা মো. মেহেদী হাসান, সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।

প্রসঙ্গত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স ৪ বছর মেয়াদী ছিলো। সম্প্রতি এই কোর্স তিন বছর মেয়াদে করার কথা ভাবছে সরকার। এ বিষয়ক একটি উদ্যােগও ইতিমধ্যেই নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই কোর্স তিন বছর মেয়াদে করার পক্ষেও সংশ্লিষ্টদের একটি অংশের মত রয়েছে। যাদের মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় ওই উদ্যােগ নিতে যাচ্ছে। এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট একটি অংশ। তবে উভয়পক্ষেরই লক্ষ্য এই কোর্সকে বা এই শিক্ষাব্যবস্থাকে আরও টেকসই করা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ