বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুরাদের বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্ত শুরু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এতে তিনি মুরাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাচ্ছিল্য করা ও ঢাবির নারী নেত্রীদের চরিত্র হননের অভিযোগ আনেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে শাহবাগ থানায় অভিযোগের আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা জিডি করেছি। এরপর এটি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে।’ ঢাবি শিক্ষার্থীদের পক্ষে থানায় অভিযোগটি নিয়ে আসেন সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার।

তিনি অভিযোগে বলেছেন, আমি গত ৫ ডিসেম্বর সলিমুল্লাহ হলের ২৬ নম্বর কক্ষে বসে একটি ভিডিও ক্লিপ দেখতে পাই। ভিডিওতে ডা. মুরাদ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্রাব করারও সময় আমার নাই’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে তাচ্ছিল্য করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীরা ‘হলে না থেকে পাঁচ তারকা হোটেলে রাত কাটায়’ বলে তাদের চরিত্র হনন করেছেন। এই দুইটি বিষয় উল্লেখ করে ডা. মুরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

এ বিষয়ে জুলিয়াস সিজার তালুকদার বলেন, আমার অভিযোগটি থানা গ্রহণ করেছে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আমি থানায় অভিযোগ নিয়ে গিয়েছিলাম। থানা থেকে আমাকে বলা হয় অভিযোগটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে তদন্তের জন্য। তদন্ত শেষে মামলা আকারে এটি দায়ের হবে কিনা থানার পক্ষ থেকে পরে জানাবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ