রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ডাকাত দলের আস্তানায় কোস্টগার্ডের অভিযান (ভিডিও)

spot_img
spot_img
spot_img

 

নিজস্ব প্রতিবেদক
ভোলার তেতুলিয়া নদী থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার ভোর সাড়ে ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক অভিযান পরিচালনা করে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন তেতুলিয়া নদীর গঙ্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অবস্থানরত করে মোঃ হাসান (৫৫) এবং মোঃ রাকিব (২৫) কে ৩ টি দেশীয় পিস্তল, ৪ টি রামদা, ৫ টি দেশীয় দা, ১ টি দেশীয় কুড়াল, ৬ টি টর্চ লাইট, ১ টি বাইনোকুলার, ৩ টি মোবাইল ও দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ আটক করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত মহসিনসহ দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
পরবর্তীতে ডাকাত সদস্যদের অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামালসহ বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ