শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘ডন’ হওয়ার ইচ্ছায় লাখো টাকার চুক্তিতে খুন: পুলিশ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের ‘ডন’ হতে চেয়েছিল এক কিশোর। সেই স্বপ্ন পূরণে অপরাধে জড়ায় সে। প্রবাসীর জমি সংক্রান্ত বিরোধ মেটাতে দুই লাখ টাকার চুক্তিতে গত ১২ ডিসেম্বর রাতে শাহাদাত হোসেন হাসিবকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ওই কিশোর ও তার সহযোগীরা।

এ হত্যায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কিশোর গ্যাংয়ের সদস্য তাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই হত্যার সঙ্গে জড়িত আরও চারজনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে শাহ আলী থানা পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান।

তিনি বলেন, শাহাদাত হোসেন হাসিব নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রাজধানী ও ঝালকাঠি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, মোফাজ্জল হোসেন মন্ডল (৩০), হুমায়ুন কবির (৬৫), মো. সাদ্দাম (১৬), আল-আমিন আহমদ (১৮) ও অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোর (১৭)। এডিসি তৈমুর রহমান বলেন, শাহাদাত হোসেন হাসিব হত্যার ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায়, মূলত পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। আর এ হত্যাকাণ্ডে পাঁচজন জড়িত। সরাসরি জড়িত তিনজন। গ্রেফতার ওই কিশোর ও সাদ্দাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই কিশোর জানায়, ভুক্তভোগী হাসিবের বাবার সঙ্গে প্রবাসী বিপুল নামে এক ব্যক্তির বাবার জমিসংক্রান্ত মামলা ছিল নোয়াখালীতে। সেই মামলার জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করেন গ্রেফতার মোফাজ্জল হোসেন মন্ডল।

পরিকল্পনা অনুযায়ী ওই কিশোরের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মোফাজ্জল। তবে হত্যাকাণ্ডের পর চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হয়নি তাকে। এ ঘটনায় বিদেশে অবস্থানরত বিপুলের বিষয়ে তদন্ত করা হচ্ছে । পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে ওই কিশোরকে শনাক্ত করে পুলিশ। পরে ৪০টি মোবাইল নম্বরের তথ্য বিশ্লেষণ করে তার নম্বর পাওয়া যায়। ঘটনার পর নিজেকে আড়াল করতে ঢাকা থেকে চাঁদপুরে যায়। সেখান থেকে ভোলায় গিয়ে অবস্থান নেয়। পুলিশ যাতে তাকে ধরতে না পারে, তাই সেখানে বেশিদিন অবস্থান না করে ঝালকাঠি যায়। সর্বশেষ সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ