শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঠাকুরগাঁওয়ে ২০ রামদাসহ ছাত্রলীগ নেতা আটক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নের নির্বাচনী এলাকার মৌহুভাসি গ্রামে ২০টি রামদাসহ সবুর (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ । সবুর ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে রহিমানপুর ইউনিয়নের নির্বাচনী এলাকার মৌহুভাসি গ্রামে একটি মটরসাইকেল (টিভিএস) ও ২০টি রামদাসহ আহত অবস্থায় সবুরকে আটক করে পুলিশ। আটক সবুর ইসলাম নগর এলাকার নজরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অস্ত্রের বস্তাসহ দেখতে পেয়ে সবুরকে আটক করেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বেড়ে গেলে তাকে মারধোর শুরু করে সবাই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আটককৃত রামদাগুলো নির্বাচনী সহিংসতায় ব্যবহার হতো বলে ধারণা করছেন স্থানীয়রা।

তবে হাসপাতালের বিছানায় শুয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সবুর। তিনি বলেন, আলামিন নামের একজন নৌকার প্রার্থীকে বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসিয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তানভীরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার সাথে আর আর কেউ জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এঘনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ