শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুসহ আহত ৩

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী গামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা ট্রেনের এসি বগিতে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ৬০১৭নং বগির ১নং কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভেতরে ঢুকে যায়।

এ সময় পাথরের আঘাতে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ (৫০) তিন যাত্রী আহত হন। তাদের চিকিৎসা দেওয়ার মতো রেলে কোনো ব্যবস্থা ছিল না।আরও জানা যায়, আহত যাত্রীরা ট্রেনের অ্যাটেনডেন্ট বদিউল আলমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছালে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর একটি কাগজ লাগিয়ে দেয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ