শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ট্রেনের টিকিটের মূল্য বাড়ছে না

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ফলে বাস ভাড়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং পরিবহনের খরচ বাড়লেও ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে না।

শনিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আপনারা জানেন যে রেল সরকারের ভর্তুকিতে চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম। এখন হয়তো ১০টাকার জায়গায় সরকারকে ১২টাকা ভর্তুকি দেওয়া লাগবে, এতোটুকুই ।

রেলমন্ত্রী বলেন, এ কারণে আমরা আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- রেল মন্ত্রণালয়ের সচিব, ডিজিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ