রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ট্রলারে ফিরছেন সেন্টমার্টিনের পর্যটকরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ ছিলো। দুই দিন সেন্টমার্টিনে আটকে থাকার পর অবশেষে তিন শতাধিক পর্যটক টেকনাফে ফিরছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন পর্যটকরা। এর মধ্যে বেলা ১১টায় ৮০ জনের যাত্রীবাহী দু’টি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছেছে।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ গণমাধ্যকে জানান, ‘আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে তিনশো’র বেশি পর্যটক আটকা পড়ে। পর্যটকরা ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজ-খবর রাখছি। সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ‘মঙ্গলবার সকাল ৭টা থেকে ১৪টি ট্রলারে পর্যটকরা সেন্টমার্টিন ত্যাগ করেছেন। বৈরী আবহাওয়ার কারণে তারা দ্বীপে দু’দিন ধরে আটকা পড়েছিলো।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ