শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

টোঙ্গায় অগ্ন্যুৎপাত, সুনামি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সুনামি আঘাত হেনেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার বিকেলে টোঙ্গার উপকূলে হুনগা টোঙ্গা–হুনগা হাপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। এর জেরে দেশটির দক্ষিণ প্রশান্ত মহাসাগর উপকূলে ভূকম্পন অনুভূত হয়েছে। এর পরপরই টোঙ্গার আবহাওয়া দপ্তর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করে।

টোঙ্গার রাজধানী নুকুআলোফা থেকে ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের পর রাজধানী পর্যন্ত ছাই উড়ে আসার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, রাজধানীর বাড়িঘর ও গির্জায় সুনামি আছড়ে পড়ছে।

টোঙ্গার বাসিন্দা মেরে তাউফা বলেন, ‘বাড়িতে রাতের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ পাই। আমার ছোট ভাই ভেবেছিল, আশপাশে কোথাও হয়তো বোমা হামলা হয়েছে।’

টোঙ্গার ভূতাত্ত্বিক বিভাগ জানায়, আগ্নেয়গিরিতে বিস্ফোরণের পর ২০ কিলোমিটার পর্যন্ত গ্যাস, ছাই ও ধোঁয়া পৌঁছে যায়। তবে দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পেতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ