মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ লাখের বেশি টিকিট বিক্রি

spot_img
spot_img
spot_img

টিকিট শেষ হয়ে যাওয়ার তালিকায় আছে বাংলাদেশের একটি ম্যাচও। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা।

একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় নামবে ভারত ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ। ওই দিনের সব টিকিটও বিক্রি হয়ে যায় গত মাসেই।

এ ছাড়া রোববার বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচ টিকিটও প্রায় শেষের পথে। গিলংয়ে সেদিন প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে নামিবিয়া, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

টিকিট বিক্রিতে দর্শক সাড়া পেয়ে দারুণ খুশি আয়োজকেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট। এই রোববার গিলংয়ে টুর্নামেন্টের প্রথম দিন এবং পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথম দিনের খেলা দেখতে দর্শকেরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি ক্রিকেট দেখাটা দারুণ হতে যাচ্ছে।’

এবারের বিশ্বকাপে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২০ ডলার করে। তবে ১৬ বছরের কম বয়সীদের জন্য মাত্র ৫ ডলার।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ