মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

টিকা নিতে গিয়ে সংঘর্ষ, আহত ২০

spot_img
spot_img
spot_img

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলায় করোনার টিকা দিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত ২০ শিক্ষার্থীর মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্টিমার ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, সকালে উপজেলা সদরের সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কাজ চলছিল। সেখানে টিকা নিতে গেলে উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে জখম করে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় বলেন, এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে একটু ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমাদের কয়েক ছাত্রকে মারধর করে ওই বিদ্যালয়ের ছাত্ররা। বিষয়টি তাদের বিদ্যালয়ের শিক্ষকদের জানালে, সংঘর্ষ এড়াতে ওই বিদ্যালয়ের এক শিক্ষক আমার ছাত্রদের এগিয়ে দেন। কিন্তু তারপরও বালক বিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় স্টিমার ঘাট এলাকায় এসে আমার ছাত্রদের ওপর হামলা করে। এ সময় হামলায় নবম শ্রেণির ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণির ছাত্র শিবলী হাওলাদার, নবম শ্রেণির ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ