শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

টাকা না দেয়ার প্রতিবাদ করায় যৌনকর্মীকে হত্যা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

অনৈতিক কর্মকাণ্ডের কথা ও চুক্তির পুরো টাকা না দেওয়ায় সবাইকে জানিয়ে দেয়ার হুমকি দেন যৌনকর্মী। বিষয়টি মানতে না পেরে তাকে গলাটিপে হত্যা করে খদ্দের। রাজধানীর ভাটারায় বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আবদুল জব্বারকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা জানতে পারেন এসব তথ্য।পুলিশ বলছে, চলতি বছরে শুধু রাজধানীতেই এমন অন্তত আটটি হত্যার ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ৮ অক্টোবর বিকেল ৪ টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঘুরতে আসা বোরকা পরা এক নারী ও পাঞ্জাবি পরা এক যুবককে। তাদেরকে একসঙ্গে মার্কেট থেকে বের হয়ে যেতেও দেখা যায়। পুলিশ জানায়, রাস্তার একটি টং দোকান থেকে ফুচকা খেয়ে রাত ৮ টায় ওই যুবকের সঙ্গে থাকা নারীকে নিয়ে তার বাসায় যান।

১০ অক্টোবর ভাটারার ঢালিবাড়ি এলাকা থেকে বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। খুন করার পর কেউ লাশ বস্তাবন্দি করে ফেলে রেখেছে নিশ্চিত হয় পুলিশ। এই ঘটনায় থানা পুলিশ তিনজনকে আটক করে। কিন্তু মূল আসামি থেকে যায় অধরা। যমুনা ফিউচার পার্কের সিসি ক্যামেরায় ঘুরতে দেখা ওই নারীই যে বস্তাবন্দি নারী তা নিশ্চিত হওয়ার পর সঙ্গে থাকা যুবককে খুঁজতে থাকে গোয়েন্দারা। গাইবান্ধা থেকে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আবদুল জব্বার। বেরিয়ে আসে হত্যার আসল কারণ।

অভিযুক্ত খুনি আব্দুর জব্বার বলেন, তার লাশটা কার্টনের ভিতরে ঢুকিয়ে রাস্তার ধারে ফেলে দিয়েছি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, মাত্র এক হাজার টাকার জন্যই ওই নারীকে গলা টিপে হত্যা করা হয়। তিনি আরো বলেন, ঠিক একই ঘটনা ঘটেছিল মাস ছয়েক আগে রাজধানীর কাজীপাড়ায়। চুক্তির টাকার চেয়ে বাড়তি টাকা দাবি করায় খুন করা হয় যৌনকর্মীকে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে চলতে বছরেই রাজধানীতে এমন আটটি খুনের ঘটনা ঘটেছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ