বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জেলেনস্কিকে ‘হত্যা’ করতে ইউক্রেনে পুতিনের ‘ঘাতক দল’?

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করতে শুরু করেছে রাশিয়ার বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে। এ দিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, কিয়েভে রুশ ঘাতকদের টার্গেটের তালিকায় তিনি এক নম্বরে আছেন। ঘাতকরা তাকে ও তার পরিবারকে খুঁজছে।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, ইউক্রেনীয় নাগরিকদের ‘আটক অথবা হত্যার’ একটি ‘হিট লিস্ট’ তৈরি করছে রাশিয়া।

বৃহস্পতিবার রাতে ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি জানি অনেক ভূয়া তথ্য এবং গুজব এখন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি হলো আমি কিয়েভ ছেড়েছি। আমি কিয়েভে থাকবো, আমি আমার জনগণের সঙ্গে থাকবো।’

এছাড়া তিনি জানান, তার পরিবারের সদস্যরাও দেশেই থাকবে। ‘আমার পরিবার বিশ্বাসঘাতক নয়, কিন্তু ইউক্রেনের নাগরিক’, বলেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ‘তথ্যানুসারে শত্রুরা তাদের টার্গেটের এক নম্বরে রেখেছে। এর পরে তাদের লক্ষ্য হচ্ছে আমার পরিবার। রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে তারা রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়।’

দাবি করা হয়েছে, চেচেন বিশেষ ফোর্সের ‘ঘাতকদের’ একটি দলকে ইউক্রেনের নির্দিষ্ট কর্মকর্তাকে আটক বা হত্যা করার জন্য ইউক্রেনে ছেড়ে দেওয়া হয়েছে।

মস্কো টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, ঘাতকদের ওই দল ইউক্রেনের একটি জঙ্গলে ছিল। তাদের প্রত্যেককে ইউক্রেনীয় কর্মকর্তাদের ছবি ও বর্ণনাসহ একটি বিশেষ ‘তাসের ডেক’ দেওয়া হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের আটক করতে না পারলে ‘হত্যার আদেশ’ দেওয়া হয়েছে।

চেচনিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, প্রজাতন্ত্রের নেতা ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ ইউক্রেনে তার বাহিনী পরিদর্শন করেছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ