বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জাপান থেকে আসা দুই শিশুর মা-বাবার তিন আবেদন খারিজ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

১৯ মে আপিল বিভাগ আবেদনগুলো শুনানির জন্য ২ জুন তারিখ রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে এরিকো নাকানোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আকতার ইমাম। সঙ্গে ছিলেন আইনজীবী রাশনা ইমাম ও কামাল হোসেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘শিশুদের মা ও বাবার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আপিল বিভাগের আগের আদেশ অনুসারে দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে। বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। কোনো ইস্যু বা অভিযোগ থাকলে তা পারিবারিক আদালতে উপস্থাপন করা যাবে।’

গত ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সিদ্ধান্ত দেন, ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটির (ইমরান শরীফের করা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মায়ের হেফাজতে থাকবে। ইমরান শরীফ তাঁর সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

আপিল বিভাগের এই আদেশ অনুসরণ না করার অভিযোগ তুলে এরিকো নাকানো গত ২৪ এপ্রিল ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।

অন্যদিকে, গত ১৩ ফেব্রুয়ারির আদেশ অনুসরণ না করার অভিযোগ তুলে শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ ১৬ মে এরিকো নাকানোর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।

দুই শিশুর গ্রীষ্মকালীন ছুটি সামনে রেখে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে এরিকো নাকানো ১৭ মে আপিল বিভাগে একটি আবেদন করেন।

দুই পক্ষের আইনজীবীর শুনানি নিয়ে আপিল বিভাগ পৃথক তিন আবেদন খারিজ করে আদেশ দেন।

২০০৮ সালের ১১ জুলাই এরিকো নাকানো ও ইমরান শরীফের বিয়ে হয়। তাঁদের তিনটি মেয়েসন্তান রয়েছে।

গত বছরের ১৮ জানুয়ারি এরিকো নাকানোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান শরীফ। গত বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে রয়েছে।

ইমরানের কাছ থেকে দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত বছরের ১৯ আগস্ট রিট করেন এরিকো নাকানো। অন্যদিকে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান শরীফ।

পৃথক রিটের ওপর শুনানি নিয়ে দুই শিশু তাদের বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে বলে গত ২১ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিশুদের মা এরিকো নাকানো লিভ টু আপিল করেন। তার নিষ্পত্তি করে শিশুরা মায়ের কাছে থাকবে, আর তাদের বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে গত ১৩ ফেব্রুয়ারি সিদ্ধান্ত দেন আপিল বিভাগ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ